পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাল ফড়নবিশকে শক্তি পরীক্ষার নির্দেশ, ক্যামেরার সামনে হবে আস্থা ভোট - শিবসেনা বিজেপি বিরোধ

গত শুক্রবার শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ 27 নভেম্বর বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দেয় ।

maharashtra
মহারাষ্ট্র

By

Published : Nov 26, 2019, 1:21 PM IST

Updated : Nov 26, 2019, 3:26 PM IST

দিল্লি , 26 নভেম্বর : আাগমী কাল বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ । আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য প্রো-টেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রো-টেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট । খোলা ব্যালটে হবে আস্থা ভোট । আস্থা ভোটের প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হবে ।

23 নভেম্বর শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

শুক্রবারই শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । এদিকে 'বিশ্বাসঘাতক'-এর তকমা দিয়ে NCP নেতা অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেন শরদ পাওয়ার । তাঁর জায়গায় বসানো হয় শরদ ঘনিষ্ঠ জয়ন্ত পাটিলকে ।

রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলে শীর্ষ আদালত ।

সোমবার দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি সুপ্রিম কোর্টে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তুষার মেহতা এজলাসে জানান, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে NCP-র 54 , 11 জন নির্দল ও আরও বেশ কিছু বিধায়কের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

সোমবারই তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, " অতীতে এই রকম ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয় । " এর পর তাঁরা জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP- সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণের কটাক্ষ, আজকেই দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ করা উচিত । শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন , " আগামী কাল সত্য সবার সামনে চলে আসবে । শীর্ষ আদালত আমাদের 30 ঘণ্টা সময় দিয়েছে, আমরা 30 মিনিটের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করে দেব ।"

Last Updated : Nov 26, 2019, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details