দিল্লি , 26 নভেম্বর : আাগমী কাল বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ । আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য প্রো-টেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রো-টেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট । খোলা ব্যালটে হবে আস্থা ভোট । আস্থা ভোটের প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হবে ।
23 নভেম্বর শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷
শুক্রবারই শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । এদিকে 'বিশ্বাসঘাতক'-এর তকমা দিয়ে NCP নেতা অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেন শরদ পাওয়ার । তাঁর জায়গায় বসানো হয় শরদ ঘনিষ্ঠ জয়ন্ত পাটিলকে ।
রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলে শীর্ষ আদালত ।