পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INX মিডিয়া মামলায় জামিন চিদম্বরমের - news on Chidambaram bail

INX মিডিয়া মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

পি চিদম্বরম

By

Published : Oct 22, 2019, 10:49 AM IST

Updated : Oct 22, 2019, 1:12 PM IST

দিল্লি, 22 অক্টোবর : INX মিডিয়া নিয়ে CBI-র করা মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ আজ সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷ তবে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ৷ কারণ INX মিডিয়া মামলায় 24 অক্টোবর পর্যন্ত ED-র হেপাজতে রয়েছেন তিনি ৷

5 সেপ্টেম্বর থেকে চিদম্বরম INX মিডিয়া মামলায় বিচার বিভাগীয় হেপাজতে ছিলেন । আজ সুপ্রিম কোর্টে বিচারপতি বলেন, "যদি অন্য কোনও মামলায় প্রয়োজন না হয় তাহলে তিনি 1 লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেতে পারেন ।" এর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ গত 30 সেপ্টেম্বর INX মিডিয়া মামলায় চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ।

গত 21 অগাস্ট INX মিডিয়া মামলায় পি চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । চার্জশিটে চিদম্বরম, তাঁর পুত্র কার্তি চিদম্বরম ও অন্য কয়েকজন আমলার নামও ছিল ।

পি চিদম্বরমের জামিন মঞ্জুরের সময় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের অনুমতি ছাড়া চিদম্বরম দেশ ছেড়ে যেতে পারবেন না । তদন্তকারী দল যখনই জেরার জন্য ডাকবেন তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে । একইসঙ্গে আদালত জানায়, INX মিডিয়া মামলায় জামিন মঞ্জুর হলেও তার প্রভাব পি চিদম্বরমের বিরুদ্ধে হওয়া অন্য কোনও মামলায় পড়বে না ।

Last Updated : Oct 22, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details