পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অর্জুন সিংকে 5 দিনের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের - BJP

অর্জুন সিং-কে আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না । নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

অর্জুন

By

Published : May 22, 2019, 1:33 PM IST

Updated : May 22, 2019, 2:41 PM IST

দিল্লি, 22 মে : আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিং-কে । নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । আজ এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এম আর শাহর বেঞ্চ ।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গর পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন বিচারপতিরা । বেঞ্চ বলে, "পশ্চিমবঙ্গে হিংসা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । কোনও ইশু ছাড়াই সংঘর্ষের ঘটনা ঘটছে ।"

14 মার্চ BJP-তে যোগ দেন অর্জুন সিং । তারপর থেকে আটটি থানায় মোট 36টি মামলা রুজু করে তৃণমূল কংগ্রেস । তাই গ্রেপ্তারি এড়াতে আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন । আজ আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগামী পাঁচদিন তাঁকে গ্রেপ্তার করা যাবে না ।

এবিষয়ে অর্জুন সিং বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাই । আমাদের দেশে এখনও আইন রয়েছে । রাজ্য সরকার অনেক চেষ্টা করছিল যাতে আমি কাল গণনাকেন্দ্রে যেতে না পারি । পুলিশ ও গুন্ডাদের দিয়ে চেষ্টা করছে গণনাকেন্দ্র থেকে আমাদের লোকেদের তাড়িয়ে দিতে । রোজ মিথ্যা মামলা করা হচ্ছে ।"

এই সংক্রান্ত আরও খবর :গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন অর্জুনের, আজ শুনানি

Last Updated : May 22, 2019, 2:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details