দিল্লি, 22 জুন : আগামীকাল পুরীতে রথযাত্রা হবে ৷ আজ শুনানির পর শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ কোরোনা গাইডলাইন মেনে করা যেতে পারে রথযাত্রা ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, শুধুমাত্র পুরীতেই রথযাত্রা করা যাবে ৷ ওড়িশার আর কোথাও নয় ৷
শীর্ষ আদালতের তরফে বলা হয়, জনস্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস না করে তবেই ওড়িশা সরকার, কেন্দ্রীয় সরকার ও মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় রথযাত্রা করা যাবে ৷ সমস্ত বিধিনিষেধ মেনে করতে হবে রথযাত্রা ৷ বিচারপতিরা জানান, যদি ওড়িশা সরকারের মনে হয় রথযাত্রা চলাকালীন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে তারা তা বন্ধও করে দিতে পারে ৷
কয়েকদিন আগে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন ৷ তারা পিটিশনে জানিয়েছিল, রথযাত্রায় 10 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে ৷ রথযাত্রা উৎসব চলে 10-12 দিন ৷ এবছর রথযাত্রায় অনুমতি দিলে লাখ লাখ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হবে ৷