পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালকত্ব প্রমাণ করতে পবনের পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে - nirbhaya case

পবন কুমার গুপ্তার স্পেশাল লিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ।

ছবি
ছবি

By

Published : Jan 20, 2020, 3:29 PM IST

Updated : Jan 20, 2020, 3:50 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : নির্ভয়ার দোষী পবন কুমার গুপ্তার স্পেশাল লিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই সংক্রান্ত কোনও যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি ।

আজ নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের স্পেশাল লিভ পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে । দিল্লির ওই প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন । এই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী ।

স্কুলের নথি অনুযায়ী পবনের জন্ম 8 অক্টোবর, 1996 । কিন্তু এই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট । এরপরই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল ।

দোষীদের 1 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি কোর্ট ৷ এর আগে 19 ডিসেম্বর কোর্ট জানিয়েছিল, ওই আসামির পক্ষের আইনজীবী আদালতের কাছে তার সম্পর্কে ভুল তথ্য পেশ করেছে৷ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পবন ।

Last Updated : Jan 20, 2020, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details