পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INX মিডিয়া মামলায় চিদাম্বরমের জামিনের রিভিউ পিটিশন খারিজ - INX মিডিয়া মামলা

INX মিডিয়া মামলায় জড়িত প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের জামিনের বিরুদ্ধে CBI যে রিভিউ পিটিশন দাখিল করেছিল, তা আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

P Chidambaram
P Chidambaram

By

Published : Jun 4, 2020, 9:10 PM IST

দিল্লি, 4জুন : INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিনের রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট।

INX মিডিয়া মামলায় জড়িত চিদাম্বরমের জামিনের সিদ্ধান্তের বিরুদ্ধে CBI-র তরফ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, আর সেই সিদ্ধান্তই খারিজ করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিমকোর্টে তরফ থেকে জানানো হয়, " কোর্টে রিভিউ পিটিশনের জন্য মৌখিক হিয়ারিং বাতিল করা হল। আমরা রিভিউ পিটিশন ও সংযুক্ত সমস্ত নথি দেখেছি এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার মতো কোনও খুঁত ধরা পড়েনি।

পি চিদাম্বরমের জামিনে মুক্তি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, CBI -র এই দাবি খারিজ করে গত বছরের 22 অক্টোবর INX মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। সুপ্রিম কোর্ট ডিসেম্বরে ED-র দাখিল করা INX মিডিয়া মামলা থেকেও জামিন দেন।

তদন্তে সহযোগিতা করায় সুপ্রিমকোর্টের তরফ থেকে পি চিদাম্বরমকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়। তাকে নির্দেশ দেওয়া হয়, পরবর্তী সময়ে তিনি যেন তদন্তে সহযোগিতা করেন, মিডিয়ার সামনে মুখ না খোলেন এবং দেশের বাইরে না যান। এছাড়া তথ্য-প্রমাণে কোনরকম হস্তক্ষেপ করা থেকেও তাকে বিরত থাকতে বলা হয়।

CBI পি চিদাম্বরম ও অন্যান্যদের বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বেসরকারি কম্পানি INX মিডিয়ার বিদেশি বিনিয়োগে সাহায্য করার জন্য। অভিযোগ উঠেছিল, 2007 সালে UPA সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন পি চিদাম্বরম পিটার মুখোপাধ্যায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় এর INX মিডিয়াকে বহু বিদেশি বিনিয়োগ পেতে সাহায্য করেন।

ABOUT THE AUTHOR

...view details