ওয়াশিংটন, 24 জুন: ট্রাম্প প্রশাসনের সাময়িকভাবে H-1B ভিসা বাতিলের সিদ্ধান্তে হতাশ গুগলের CEO সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই গতকাল একটি টুইট করেন। টুইটে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, “অ্যামেরিকার অর্থনীতিতে অভিবাসীদের একটা বড় অবদান রয়েছে। তাঁদের জন্যই প্রযুক্তির দিক থেকে আজ বিশ্বসেরা অ্যামেরিকা।” ট্রাম্পের ঘোষণার ঠিক কিছু পরেই তিনি টুইট করে বলেন, “আজকের এই নির্দেশ যথেষ্ট হতাশার। আমরা সবসময় অভিবাসীদের পাশে রয়েছি।”
ট্রাম্পের সিদ্ধান্তে হতাশ সুন্দর পিচাই
H-1B ভিসা বাতিলের সিদ্ধান্তে হতাশ গুগলের CEO সুন্দর পিচাই। গতকাল টুইটে তিনি বলেন, অভিবাসীদের পাশে রয়েছেন সবসময়।
অপরদিকে, নাগরিক ও মানবাধিকার নেতৃত্ব সম্মেলনের CEO বিনীতা গুপ্তাও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, “ট্রাম্প প্রশাসন তাঁর অগণিত ব্যর্থতা ঢাকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কোভিড 19 এর সঙ্গে মোকাবিলায়ও ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। সেদিক থেকে নজর এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ”
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসা বাতিলের ইঙ্গিত দিয়েছিলেন। লকডাউনের জেরে যেসব অ্যামেরিকাবাসী কাজ হারিয়েছেন তাঁদের কথা ভেবেই H-1B ভিসা বাতিল করা হতে পারে বলে বলেন মার্কিন প্রেসিডেন্ট। আশঙ্কা সত্যি করেই সোমবার H-1B ভিসা সহ একাধিক ওয়ার্কিং ভিসা সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শেষ সপ্তাহ পর্যন্ত কোনও বিদেশি অ্যামেরিকায় কাজের জন্য ভিসার আবেদন করতে পারবেন না। অ্যামেরিকাবাসীর বেকারত্ব দূর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন অ্যামেরিকায় চাকরিপ্রার্থী ভারতীয়রা।