পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুরু হবে ED-র জিজ্ঞাসাবাদ, শৌচাগার থেকে পালালেন কমল নাথের ভাগনে

VVIP চপার কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনেকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ED ৷  দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় রাতুল পুরিকে ৷ এরপরই উধাও ৷

শুরু হবে ED-র জিজ্ঞাসাবাদ, শৌচাগার থেকে পালালেন কমল নাথের ভাগনে

By

Published : Jul 27, 2019, 10:58 PM IST

Updated : Jul 27, 2019, 11:11 PM IST

দিল্লি, 27 জুলাই : শৌচাগার থেকে পালালেন মুখ্যমন্ত্রীর ভাগনে?

VVIP চপার কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনেকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ED ৷ দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় রাতুল পুরিকে ৷ এরপরই উধাও তিনি !

এদিকে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির কোর্টে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীনে মুক্তি মিলেছিল তাঁর ৷ সেই মামলাটির সঙ্গেও চপার কেলেঙ্কারির সম্পর্ক রয়েছে ৷

শনিবার দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ কিন্তু অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পর থেকেই তাঁকে নাকি আর পাওয়া যায়নি ৷

শুক্রবারও দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদ করে ED ৷ সূত্র বলছে, তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ সেই সময় তিনি শৌচাগারে যান৷ এর পর থেকেই খোঁজ মেলেনি তাঁর ৷ ফোনও সুইচ অফ বলা হয় ৷ নীতা পুরি ও দীপক পুরির সন্তান রাতুল ৷ দীপক অপ্টিক্যাল স্টোরেজ মিডিয়া ফার্ম মোজ়ারবেয়ারের CMD ৷

মনমোহন সিংহ নেতৃত্বাধীন UPA মলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI ঘটনার তদন্ত করছে ৷

Last Updated : Jul 27, 2019, 11:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details