পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার লক্ষণে যোগ হল আর 2টি উপসর্গ

পূর্বের তালিকাভুক্ত নয়টি উপসর্গের সঙ্গে আরও দু'টি বিষয়কে কোরোনার উপসর্গ হিসেবে শনাক্ত করল কেন্দ্র ।

কোরোনার উপসর্গ
কোরোনার উপসর্গ

By

Published : Jun 14, 2020, 12:58 AM IST

দিল্লি, 13 জুন : কিছু খেলে ঠিকমতো খাবারের স্বাদ পাচ্ছেন না ? বা প্রিয়জনের পারফিউমের গন্ধ নাকে পাচ্ছেন না ? দেরি না করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করান । হতে পারে আপনার শরীরে কোরোনার সংক্রমণ ঘটেছে । কোরোনার উপসর্গ হিসেবে এই দুই বিষয়কেও এখন তালিকাভুক্ত করেছে কেন্দ্র । আগের যে নয়টি উপসর্গ ছিল তালিকায় তার সঙ্গে এখন যুক্ত হল আরও দু'টি উপসর্গ । হঠাৎ করে খাবারের স্বাদ না পাওয়া, বা গন্ধ অনুভব না করা ।

অন্য উপসর্গগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি, অবসাদ বা ক্লান্তি, শ্বাসকষ্ট, মুখে বার বার থুতু ওঠা, পেশিতে ব্যথা, রিনোরিয়া, গলা ব্যথা ও ডায়েরিয়া । স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত কোরোনার উপসর্গ সংক্রান্ত একটি ডকুমেন্টে বলা হয়েছে, একজনের থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে সংক্রমিতের খুব কাছাকাছি এলে । বিশেষ করে কাশির থেকে বা হাঁচির সময়ে বা কথা বলার সময়ে নির্গত ড্রপলেট থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি ।

বলা হচ্ছে, এই ড্রপলেটগুলি মাটিতে পড়লে সেখানেও ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে । যদি কোনও ব্যক্তি ওই জায়গা স্পর্শ করে এবং পরে সেই হাত চোখে, নাকে বা মুখে লাগায়, তবে তা থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় । যাঁদের বয়স 60 বা তার বেশি, তাঁদের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি । যাঁদের শরীরে ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদযন্ত্রজনিত সমস্যা আছে তাঁদের সাবধানে থাকতে হবে ।

এদিকে দেশে দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে কোরোনা পরিস্থিতি । একদিনে সংক্রমণের নিরিখে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে । একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 11 হাজারেরও বেশি ৷ মোট আক্রান্তের সংখ্যা পার করল তিন লাখের গণ্ডি ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 11 হাজার 458 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details