পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিল্পকলায় সমুদ্র বাঁচানোর বার্তা, বস্টনে পিপলস চয়েস পুরস্কার সুদর্শন পটনায়েকের - সুদর্শন পটনায়েক

বালু শিল্পী সুদর্শন পটনায়েক বস্টন আন্তর্জাতিক স্যান্ড আর্ট চ্যাম্পিয়নশিপে পিপলস চয়েস পুরস্কার জিতলেন । পটনায়েক প্লাস্টিক দূষণের উপর ভিত্তি করে শিল্পকলা ফুটিয়ে তুলেছিলেন ।

সুদর্শন পটনায়েক

By

Published : Jul 28, 2019, 5:31 PM IST

Updated : Jul 28, 2019, 10:33 PM IST

বস্টন, 28 জুলাই : বালু শিল্পী সুদর্শন পটনায়েক বস্টন আন্তর্জাতিক স্যান্ড আর্ট চ্যাম্পিয়নশিপে পিপলস চয়েস পুরস্কার জিতলেন । পটনায়েক প্লাস্টিক দূষণের উপর ভিত্তি করে শিল্পকলা ফুটিয়ে তুলেছিলেন । শিল্পকলার বার্তা ছিল 'আমাদের সমুদ্র বাঁচান' ।

পুরস্কার পাওয়ার পর পটনায়েক বলেন, "সারা বিশ্বে সমুদ্র রয়েছে । তবে প্লাস্টিকের কারণে সমুদ্রে মাত্রাতিরিক্ত দূষণ হচ্ছে । কয়েক বছর ধরে আমি ভাস্কর্যের মাধ্যমে বার্তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছি ।" তাঁর শিল্পকলা সম্পর্কে পদ্ম সম্মানে ভূষিত পটনায়েক বলেন, "ভাস্কর্য ফুটিয়ে তুলতে মোট সাড়ে পাঁচদিন সময় লেগেছে । দেশকে আমার পুরস্কার উৎসর্গ করছি । যারা আমায় ভোট দিয়েছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি ।"

মোট 15 জন ভাস্কর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । 2017 সালে ওড়িশার বাসিন্দা পটনায়েক রাশিয়ার মস্কোতে ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে জুরি পুরস্কার জিতেছিলেন ।

Last Updated : Jul 28, 2019, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details