দিল্লি, 28 মে : সব জল্পনার শেষ । বাবার পথ অনুসরণ করেই BJP-তে যোগ দিলেন শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর । কয়েকমাস ধরেই শুভ্রাংশুর BJP-তে যোগ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । নির্বাচনের ফলপ্রকাশের পরেরদিনই তৃণমূলকে নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন শুভ্রাংশু । 6 বছরের জন্য তাঁকে সাসপেন্ড করে তৃণমূল । তারপর থেকেই তাঁর BJP-তে যোগ ছিল সময়ের অপেক্ষা ।
তৃণমূল ছেড়ে BJP-তে যোগ শুভ্রাংশুসহ রাজ্যের তিন বিধায়কের - tmc
BJP-তে যোগ দিলেন সাসপেনডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়সহ একাধিক কাউন্সিলর ।
দিল্লিতে BJP-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের নেতৃত্বে BJP-র পতাকা হাতে তুলে নেন তাঁরা । এরপর বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । বলেন, "আমি তো বলেই দিয়েছিলাম তৃণমূলে থাকবে কিন্তু ভোট দেবে BJP-তে । আগামীদিন নির্বাচনে তৃণমূল বিরোধী মর্যাদাও পাবে না । আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না । রাজ্যে হিংসার রাজনীতি তৈরি করেছে তৃণমূল । পয়সা দিয়ে লোক কেনার কাজ যদি কেউ করে থাকেন তিনি মমতা । আর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা ওঁনার নাটক । "
অন্যদিকে, এই কাউন্সিলররা BJP-তে যোগ দেওয়ায় চিত্রটা এখন এমন । নৈহাটি পৌরসভার মোট কাউন্সিলরের সংখ্যা 31, তার মধ্যে 29 জনই যোগ দিলেন BJP-তে । কাঁচরাপাড়া পৌরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 19 জন যোগ দিলেন BJP-তে । যাঁরা যোগ দিয়েছেন তাঁদের মধ্যে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও রয়েছেন । এছাড়াও, হালিশহর পৌরসভার মোট কাউন্সিলর সংখ্যা 23, তারমধ্যে 17 জন BJP-তে । এবার এই তিনটি পৌরসভায় এখনও হয়নি আস্থা ভোট । রয়েছে তৃণমূলের দখলে । তবে, বলা যেতেই পারে আজকের এই দল বদলের পর সেগুলিও কার্যত BJP-র হাতে চলে যেতে বসেছে ।