দিল্লি, 28 অগাস্ট : ইতিমধ্যেই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার 17 লাখের উপর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । পড়ুয়ারা চান, যে কোনও মূল্যে পরীক্ষা হোক । JEE-NEET নিয়ে বিতর্কের মাঝে এই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ।
কেন্দ্রের তরফে JEE ও NEET-এর দিন ঘোষণার পরই শুরু হয়েছে তরজা । পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা । এই প্যানডেমিকে পরীক্ষা হলে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, এই অভিযোগও উঠেছে । সোনিয়া গান্ধি ও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এনিয়ে বৈঠকও করেছিলেন । পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ একাধিক রাজ্য ।
এরই মাঝে পোখরিয়াল দাবি করেন, প্রচুর সংখ্যক অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে । তা থেকে এটাই প্রমাণিত হয় যে পড়ুয়ারা পরীক্ষা দিতে চান ।