দিল্লি , 28 অগাস্ট : চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া পড়ুয়াদের পরবর্তী ধাপে উত্তরণ করা যাবে না । পরীক্ষা রদের আর্জি খারিজ করে আজ এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । 30 সেপ্টেম্বরের মধ্যে UGC-কে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে এই মামলার শুনানি হয় । সেখানে বলা হয় , যদি কোনও রাজ্য নির্দিষ্ট তারিখে পরীক্ষা না নিতে পারে , সেই বিষয়ে UGC-কে পরীক্ষার নতুন তারিখ জানাতে হবে । সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে , ছাত্র-ছাত্রীদের পরবর্তী ধাপে উত্তরণের জন্য রাজ্যগুলিকে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে । তবে রাজ্যগুলিকে পরীক্ষা পিছানোর ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে কোর্ট । তবে পরীক্ষা বাতিল করতে পারবে না ।