পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে প্রতিবাদের ঝড়, মাঝরাতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ - abvp

মুম্বইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাতে সোমবার রাত ১২টায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন । তারা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । জমায়েত থেকে RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

students protest
প্রতিবাদ

By

Published : Jan 6, 2020, 2:32 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সরব হলেন ছাত্র-ছাত্রীরা । মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার গভীর রাতে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখান ।

মুম্বইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাতে সোমবার রাত ১২টায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন । তারা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । জমায়েত থেকে RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ

অন্যদিকে, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাও ঘটনার প্রতিবাদে গভীর রাতে মিছিল করেন । মিছিল থেকে হামলায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় ।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাতে মশাল মিছিল করেন । মিছিল থেকে হামলায় জখম পড়ুয়া ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দেওয়া হয় । হায়দরাবাদেও হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান । কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদ মিছিল করেন ।

আলিগড়ে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল

হামলার নিন্দা করেছে JTA (জামিয়া টিচারস অ্যাসোসিয়েশন) । তারা বলেছে, "প্রশাসনের মদতে ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে এই ঘৃণ্য হামলা চালানো হয়েছে । এই নজিরবিহীন হামলার নিন্দার ভাষা নেই । দুষ্কৃতীদের লক্ষ্য ছিল পড়ুয়া ও শিক্ষকদের খুন করা ।"

ABOUT THE AUTHOR

...view details