পুদুচেরি, 24 ডিসেম্বর : পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অনুষ্ঠানে স্বর্ণপদক নেওয়ার কথা ছিল M.A-তে স্বর্ণপদকজয়ী রাবিহা আবদুরহিমের ৷ কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি ৷ অভিযোগ, তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় ৷
স্বর্ণপদক প্রত্যাখান, সমাবর্তন অনুষ্ঠানে বাদ কৃতি ছাত্রী - pondicherry
পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক নেওয়ার কথা ছিল কৃতি ছাত্রীর ৷ কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি ৷ অভিযোগ, তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় ৷
রাবিহা জানান, "কেন আমাকে বাইরে পাঠানো হয় জানি না ৷ তবে, পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের আমাকে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চায় ৷ তারা বলে, অন্যরকমভাবে স্কার্ফ পরার কারণে হয়তো ঢুকতে দেওয়া হয়নি ৷ আমার মনে হয়, এ'কারণেই আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে কেউই আমাকে মুখের উপর কিছু বলেনি ৷"
তিনি আরও জানান, "তারা যখন স্বর্ণপদক পাওয়ার জন্য মঞ্চে আসতে বলেছিল ৷ আমি তা প্রত্যাখ্যান করেছি ৷ আমি স্বর্ণপদক চাইনি কারণ, ভারতে যা ঘটছে তা আরও খারাপ ৷ NRC, CAA-র বিরুদ্ধে যারা শান্তিপূর্ণভাবে লড়াই করে চলেছে, আমি তাদের পক্ষে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷"