আগ্রা, 30 মে: আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত তাজমহলের রয়্যাল গেট ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের আগ্রায় ঘণ্টায় 120 কিমি বেগে ঝড় ওঠে ৷ এতে তাজমহলের প্রধান গেটের কিছু অংশ ভেঙে পড়ে ৷ ক্ষতি হয়েছে ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্টও ৷
ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত তাজমহলের রয়্যাল গেট - ফতেপুর সিক্রি
ASI সুপারিটেন্ডেন্ট বসন্ত কুমার জানান, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তাজমহল-সহ অন্য সৌধতে পৌঁছে গেছে মনুমেন্ট স্টাফরা ৷
শুক্রবার রাতে তাজমহলের দক্ষিণ দুয়ারের একটি মিনার ভেঙে পড়ে ৷ পাশাপাশি তাজমহলের একটি সাদা গম্বুজও ক্ষতিগ্রস্ত হয় ৷ তাজমহলের পাশাপাশি ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্টের মতো বেশ কিছু ঐতিহাসিক সৌধ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিষয়ে শনিবার সকালে ASI সুপারিটেন্ডেন্ট বসন্ত কুমার জানান, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তাজমহল সহ অন্যান্য সৌধতে পৌঁছে গেছে মনুমেন্ট স্টাফরা ৷
দূষণ থেকে বাঁচানোর জন্য তাজমহলের বাইরের দেওয়াল ও টাওয়ারে মাটির প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই কাজের জন্য তাজমহল কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতিও নিয়ে ফেলেছিল ৷ 17 মার্চ থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু জনতা কারফিউয়ের জন্য কাজ শুরু করা যায়নি ৷ ক্ষতিগ্রস্ত হওয়া তাজমহলের প্রধান গম্বুজের সারাইয়ের কাজও আটকে রয়েছে ৷ শুক্রবারের ঝড়ে আগ্রায় বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে পড়ে ৷ ঝড়ের পাশাপাশি ভারী শিলাবৃষ্টিতে একটি শিশু কন্যা সহ চারজনের মৃত্যু হয়েছে ৷ 50 মিনিট পর্যন্ত ঝড়-বৃষ্টির তাণ্ডব চলে ৷