অনন্তনাগ, 26 অগাস্ট : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিক্ষোভকারীদের পাথরের আঘাতে মৃত্যু হল এক ট্রাকচালকের । জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, মৃত ট্রাকচালকের নাম নুর মহম্মদ । বয়স 42 । কাশ্মীরের জ়রাদিপোরা এলাকার বাসিন্দা সে । অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কাজ সেরে ট্রাকে করে বাড়ি ফিরছিল নুর । নিরাপত্তারক্ষীদের ট্রাক ভেবে তাতে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা । একটি পাথর ট্রাকের সামনের কাচ ভেঙে নুরের মাথায় লাগে । জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।