দিল্লি, 24 অগাস্ট : দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে সরানো হল নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং ও সাভারকরের মূর্তি । কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সচিব পদে নিজের শেষ দিনে মূর্তিগুলি স্থাপন করেছিলেন শক্তি সিং নামে ABVP সদস্য । সেই মূর্তি স্থাপনের ঘোর বিরোধিতা করেছিল বিশ্ববিদ্যালয়ের বাম ও কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠনগুলি । পরে ABVP-র তরফে মূর্তিগুলি সরিয়ে ফেলা হয় । জানা গেছে ,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশের পরেই সরানো হয় মূর্তি ।
মূর্তি স্থাপনের প্রতিবাদ জানাতে সাভারকরের মূর্তিতে কালি লাগিয়ে দেন NSUI-নেতা অক্ষয় লাকড়া । মূর্তি স্থাপন নিয়ে ঝামেলাও হয় কংগ্রেস সমর্থিত NSUI ও ABVP-র মধ্যে । বিষয়টি গড়ায় থানা পর্যন্ত । এরপর মূর্তিগুলি সরানোর নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । যার ফলে গতকাল গভীররাত 2টোর সময় সরানো হয় মূর্তি ।