দিল্লি, 30 অগাস্ট : কেন্দ্রের সঙ্গে আলোচনা ছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি করতে পারবে না কোনও রাজ্য সরকার । আনলক 4-এর নির্দেশিকায় গতকাল একথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলির সঙ্গে আলোচনা করে তৈরি এই নতুন নির্দেশিকা 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে ।" এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সামাজিক, অ্যাকাডেমিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে 21 সেপ্টেম্বর থেকে একসঙ্গে 100 জনের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে । তবে এই ধরনের অনুষ্ঠানগুলিতে মাস্ক, সামাজিক দূরত্ব, থার্মাল স্ক্যানিং এবং হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক বলে নির্দেশিকায় বলা হয়েছে ।
নতুন নির্দেশিকায় 21 সেপ্টেম্বর থেকে ওপেন-এয়ার থিয়েটারগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে । অবশ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে । রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ব্যাপক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল, কলেজ, শিক্ষা ও কোচিং সেন্টারগুলিতে 30 সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ক্লাস বন্ধ থাকবে এবং অনলাইনে, ডিসট্যান্স লার্নিং অব্যাহত থাকবে । এতে আরও বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেবলমাত্র কনটেনমেন্ট জ়োনের বাইরে অনলাইনে শিক্ষকতা, টেলি-কাউন্সেলিং এবং এই সম্পর্কিত কাজের জন্য বিদ্যালয়ে একসঙ্গে 50% শিক্ষক ও নন-টিচিং স্টাফদের আসার অনুমতি দিতে পারে । কনটেনমেন্ট জ়োনের বাইরে কেবলমাত্র ক্লাস 9 থেকে 12-র পড়ুয়াদের শিক্ষকদের পরামর্শ নেওয়ার জন্য স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে । তবে সেক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতি থাকতে হবে ।
ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, ITI বা স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশনের অধীন প্রশিক্ষণ কেন্দ্রগুলি খোলার অনুমতি দেওয়া হবে 21 সেপ্টেম্বর থেকে । 30 সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জ়োনগুলিতে কঠোর লকডাউন অব্যাহত থাকবে ।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকারের পূর্ব পরামর্শ ছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে কোনও স্থানীয় লকডাউন (রাজ্য, জেলা, মহকুমা, শহর, গ্রাম স্তরে) করতে পারবে না । আন্তঃরাজ্য চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায় । "65 বছরের বেশি যাদের বয়স, দুর্বল ও অসুস্থ, গর্ভবতী মহিলা এবং 10 বছরের কম বয়সিদের অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার পরামর্শই দেওয়া হয়েছে । আনলক 4-এর নির্দেশিকাটি 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে ।