রায়গঞ্জ, ২২ মার্চ : ২২ মার্চ প্রধানমন্ত্রীর ডাকা জনতা কারফিউ পালন করার আবেদন জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি। এদিন তিনি একটি ভিডিও বার্তায় তাঁর. এই বক্তব্য জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মার্চ জনতা কারফিউ ডাক দিয়েছেন ।
জনতা কারফিউ পালন করার আবেদন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরির - জনতা কার্ফু
জনতা কারফিউ পালন করার আবেদন জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি।
সেই কারফিউ পালনের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরিও আবেদন করেছেন। তিনি বলেন, ২২ মার্চ ১৪ ঘন্টা পরিবারের সাথে সময় কাটান । বাড়ি থেকে বের না হওয়ার কথা জানান তিনি । সারা বিশ্বে ১৬০ টি দেশে এই কোরোনা ভাইরাস ছড়িয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা কোরোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ২২ মার্চ জনতা কারফিউর ডাক দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি।
প্রসঙ্গত প্রধানমন্ত্রীর এই জনতা কারফিউ আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সমর্থন করেছে ।