পানাজি, ১৮ মার্চ : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মনোহর পর্রিকরের শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল পানাজিতে ছেলের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মনোহরবাবু। তাঁকে আজ নিয়ে আসা হয়েছে গোয়ার BJP পার্টি অফিসে।
আজ মনোহরের শেষকৃত্য, শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী - goa cm
মনোহরকে শ্রদ্ধা জানাতে গোয়ায় BJP পার্টি অফিসে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা। শেষ শ্রদ্ধা জানাতে সশরীরে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
![আজ মনোহরের শেষকৃত্য, শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2724527-904-f8732386-318f-4474-848c-dfb6ea32faad.jpg)
ছবি সৌজন্য : ANI
বিস্তারিত আসছে...
Last Updated : Mar 18, 2019, 1:38 PM IST