পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডাক্তারিতে OBC-দের 50 শতাংশ সংরক্ষণ চেয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা স্ট্যালিনের - reservation

27 জুলাই মাদ্রাজ় হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করে AIQ-র মাধ্যমে ডাক্তারি কোর্সে ভরতি হওয়া OBC-দের 50 শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় ।

STALIN
STALIN

By

Published : Jul 30, 2020, 3:39 AM IST

চেন্নাই (তামিলনাড়ু ), 29 জুলাই : অল ইন্ডিয়া কোটা (AIQ) মেডিকেল টেস্টে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির (OBC) সংরক্ষণের ইশুতে সমর্থন চেয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন । জানালেন DMK নেতা এম কে স্ট্যালিন ।

টুইটে স্ট্যালিন লিখেছেন , "মাদ্রাজ় হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর আমি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি ।তাদের সমর্থন চেয়েছি । A.কেন্দ্রকে জরুরি ভিত্তিতে কমিটির বৈঠক ডাকতে হবে । B.অল ইন্ডিয়া কোটায় (AIQ) ডাক্তারি কোর্সে রাজ্যের আসনের 50 শতাংশ আসনে OBC-দের জন্য সংরক্ষণ করতে হবে । C.রাজ্যের সংরক্ষণ আইন তুলে দিতে হবে । "

27 জুলাই মাদ্রাজ় হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করে AIQ-র মাধ্যমে ভরতি হওয়া ডাক্তারি কোর্সে OBC-দের 50 শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় ।

তামিলনাড়ুতে ক্ষমতায় থাকা AIDMK সহ DMK, PMK অবং অন্যরা মেডিকেল কলেজে অল ইন্ডিয়া কোটার (AIQ) মাধ্যমে ভরতি হওয়া আসনের 50 শতাংশে OBC-দের সংরক্ষণ চেয়ে মাদ্রাজ় হাইকোর্টে পিটিশন দাখিল করে । মাদ্রাজ় হাইকোর্টের প্রধান বিচারপতি এ পি শাহি সহ ফার্স্ট বেঞ্চে থাকা বিচারপতি এস কে রামমূর্তি বলেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আইন পাস করাতে পারে ।

হাইকোর্ট আরও বলে , কমিটিতে কেন্দ্রীয় সরকার ও তামিলনাড়ু সরকারের প্রতিনিধি সহ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ( MCI) সদস্যরা থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details