পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লখনউ-এ দিনে দুপুরে কুপিয়ে খুন ইঞ্জিনিয়ারিং পড়ুুুয়া - ছুরিকাঘাতে খুন লখনউ-এ

বারানসীর বাসিন্দা প্রশান্ত সিং লখনউ-এর একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ৷ CCTV ফুটেজে গোটা ঘটনা উঠে এসেছে ৷ 10 থেকে 12 জনের একটি দল প্রশান্ত সিং-এর উপর ঝাপিয়ে পড়ে ৷ তাঁর বুকে ধারালো ছুড়ি দিয়ে একের পরে এক আঘাত করে ৷

Murder Engineering Student in Lucknow
দিনে দুপুরে

By

Published : Feb 21, 2020, 10:58 AM IST

লখনউ, 21 ফেব্রুয়ারি : লখনউ-এ দিনে দুপুরে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ৷ খুনের দৃশ্য ধরা পড়ল CCTV ফুটেজে ৷ গতকাল ঘটনাটি ঘটে লখনউ শহরের গোমতী নগর এলাকায়৷ বছর 23-এর প্রশান্ত সিং নামের ওই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যখন তাঁর এক পরিচিতের সঙ্গে দেখা করতে গোমতী নগরের একটি আবাসনে এলাকায় পৌঁছায়, তখনই তাঁকে আক্রমণ করে 10 থেকে 12 জনের একটি দল ৷ মনে করা হচ্ছে, তারা আগে থেকেই অপেক্ষা করছিল ঘটনাস্থানে ৷ প্রশান্ত সেখানে পৌঁছতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ে ৷ বুকে এলোপাথারি ছুড়ির আঘাত করা হয় ৷

CCTV ফুটেজে গোটা ঘটনাই উঠে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে, কয়েকজন মিলে একটি ইনোভা গাড়ির রাস্তা আটকায় ৷ এরপর চালক ও পাশের সিটে বসা দু'জনকে আক্রমণ করে ৷ কয়েক সেকেন্ডের মধ্যে প্রশান্ত সিং-কে বুকে হাত চেপে গাড়ি থেকে কোনওরকমে নেমে পাশের একটি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায় ৷

পরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রটিকে ওই অ্যাপারটমেন্টে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৷ হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷

পুলিশ জানিয়েছে, বারানসীর বাসিন্দা প্রশান্ত সিং লখনউ-এর একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ৷ বুধবার তিনি লখনউ-এর পাশের জেলা বারাবাঁকিতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যান ৷ সেখানে একই কলেজের এক জুনিয়ারের সঙ্গে বচসা হয় ৷

মৃত প্রাশান্ত সিং-এর বন্ধুদের দাবি, ওই জুনিয়ারই সম্ভবত এই খুনের পেছনে রয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে, জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের অন্য় ছাত্রদের ৷

ABOUT THE AUTHOR

...view details