শ্রীনগর, 17 জানুয়ারি : পুলিশ আধিকারিক দভিন্দর সিংয়ের জঙ্গি যোগের জের । জম্মু ও শ্রীনগর বিমানবন্দর দ্রুত কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর সরকার ।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তায় থাকা DSP দভিন্দর সিংয়ের গ্রেপ্তারি এবং তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকায় বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে । এর জেরে জম্মু ও শ্রীনগর বিমানবন্দরে CISF (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) মোতায়েন করা হবে । এটি 31 জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যান্টি-হাইজ্যাকিং স্কয়্যাডে নিযুক্ত ছিল সে । জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয় । ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । যাতে সাহায্য করছিল দভিন্দর । 2001 পার্লামেন্ট হামলায় যুক্ত আফজ়ল গুরুর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা যায় ।