কলম্বো (শ্রীলঙ্কা), 28 জানুয়ারি : কোরোনার ভ্য়াকসিন পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে ৷ ভারত কোরোনার 5 লাখ ভ্য়াকসিন প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রকে পাঠিয়েছে ৷ পাশাপাশি ভারতবাসীকেও ধন্য়বাদ জানিয়েছেন রাজাপক্ষে ৷ কোরোনার মহামারীর সময় শ্রীলঙ্কানদের প্রতি উদার মনোভাব দেখানোর জন্য় ৷
আরও পড়ুন : আজ দ্বিতীয় দফায় কোরোনার প্রতিষেধক ঢুকছে রাজ্যে
আজ শ্রীলঙ্কায় কোরোনার ভ্য়াকসিন পৌঁছানোর পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে টুইটে ধন্য়বাদ জানিয়ে লেখেন, ‘‘ আজ 28 জানুয়ারি ভারতের তরফে পাঠানো কোরোনার 5 লাখ ভ্য়াকসিন আমরা হাতে পেলাম ৷ ধন্য়বাদ আপনাদের । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতবাসীকে অসংখ্য় ধন্য়বাদ প্রয়োজনের সময় শ্রীলঙ্কাবাসীর প্রতি উদার মনোভাব দেখানোর জন্য় ৷’’
বৃহস্পতিবার ‘ভ্য়াকসিন মৈত্রী’ প্রকল্পের অধীনে ‘মেড ইন ইন্ডিয়া’র কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড শ্রীলঙ্কায় পাঠায় ভারত সরকার ৷ যা একদিন পর শ্রীলঙ্কার ড্রাগ রেগুলেটরি বডির হাতে পৌঁছেছে ৷ এর আগে ভুটান, মালদ্বীপ, নেপাল , মায়ানমার, আফগানিস্তান এবং বাংলাদেশে কোরোনার ভ্য়াকসিন পাঠিয়েছে ভারত ৷