দিল্লি, 28 মার্চ : দেশজুড়ে কোরোনা ভাইরাসের প্রকোপের মাঝে সোশাল মিডিয়ায় কোরোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট করায় এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ সেই সঙ্গে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে তাকে৷ গতকাল ওই কর্মীকে বরখাস্ত করেছে ইনফোসিস ৷
কোরোনা ; সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে গ্রেপ্তার ইনফোসিস কর্মী
একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি কম্পানি সম্প্রতি তাঁদের করা একটি টুইটে জানিয়েছে, তাঁদের একজন কর্মী সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন ৷ যেটি কম্পানির মডেল কোড অফ কন্ডাক্ট এর বিরুদ্ধে ৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
"এক সঙ্গে হাতে হাত মিলিয়ে বাইরে গিয়ে পাবলিক প্লেসে মুখ খুলে হাঁচি দিই ৷ ভাইরাসকে ছড়িয়ে দিয় ৷" সোশাল মিডিয়ায় এমনি একটি পোস্ট করেন ওই ব্যক্তি ৷ সংবাদ সংখ্যা জানিয়েছে ওই ব্যক্তির নাম মুজাব মহাম্মদ ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর সিটি ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সন্দীপ পাটাই ৷
বেসরকারি ওই তথ্য প্রযুক্তি সংস্থা একটি টুইটের মাধ্যমে জানিয়েছে, ওই ব্যক্তির করা বিতর্কিত পোস্টটি কম্পানির মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে ৷ ওই পোস্ট সামাজিক দায়বদ্ধতার বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷ সেই সঙ্গে ওই সংস্থার তরফে টুইট করা বলা হয়েছে, "ইনফোসিস ওই কর্মচারীর করা পোস্ট নিয়ে তদন্ত করেছে এবং আমরা বিশ্বাস করি এটা ভুল করে করা কোনও কাজ নয় ৷"