দিল্লি, 2 অগাস্ট : রামায়ণে দেখানো ধর্ম বা ন্যায়পরায়ণতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হোক ৷ রামায়ণে দেখানো ধর্ম মানুষের বোঝা উচিত ৷ আজ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু মানুষের কাছে এমনই আবেদন করলেন ৷
"রিবিল্ডিং দা শ্রিন, এনশ্রিনিং দা ভ্যালুজ়" টাইটেলের একটি পোস্ট সোশাল মিডিয়ায় 17টি ভাষায় শেয়ার করেন তিনি ৷ তাতে 5 অগাস্ট থেকে রামমন্দিরের পুনর্নিমাণের বিষয়ে আনন্দ প্রকাশ করেন ৷
উপরাষ্ট্রপতির দপ্তরের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, "এটিকে উদযাপনের একটি মুহূর্ত বলা হোক ৷ উপরাষ্ট্রপতি বলেছেন যে যদি আমরা রামায়ণের সারমর্ম বুঝতে পারি এবং সঠিক পরিপ্রেক্ষিতে বুঝতে পারি তাহলে এই মুহূর্ত একটি সামাজিক আধ্যাত্মিক পুনর্জাগরণের দিকে এগিয়ে নিয়ে যাবে ৷ তিনি এটিকে একটি গল্প হিসেবে বর্ণনা দিয়েছেন যা ধর্মের বা ন্যায়পরায়ণ ব্যবহারের ভারতীয় সংস্করণকে তুলে ধরে ৷"
নাইডুর বক্তব্যকে তুলে ধরে এই বিবৃতিতে বলা হয়, "ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ভগবান রামের জীবনের উদাহরণ দৃষ্টান্তমূলক । রামায়ণ আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক ৷"
উপরাষ্ট্রপতি রাম-রাজ্যকে সহানুভূতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সুশাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত জনকেন্দ্রিক গণতান্ত্রিক শাসনের "আদর্শ" হিসাবে বর্ণনা করেছেন । বিবৃতিতে বলা হয়েছে, "উপরাষ্ট্রপতি বলেন যে, ভারতীয় গ্রন্থে বর্ণিত রামের ধারণাগুলি মূলত ধর্মনিরপেক্ষ এবং মানুষের জীবন ও চিন্তার উপর তাদের প্রভাব কমপক্ষে আড়াই সহস্রাব্দ ধরে গভীরতর হয়েছে ৷"