পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামায়ণে দেখানো ধর্মের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হোক, আবেদন উপরাষ্ট্রপতির

যদি আমরা রামায়ণের সারমর্ম বুঝতে পারি এবং সঠিক পরিপ্রেক্ষিতে বুঝতে পারি তাহলে এই মুহূর্ত একটি সামাজিক আধ্যাত্মিক পুনর্জাগরণের দিকে এগিয়ে নিয়ে যাবে ৷ রামায়ণে দেখানো ধর্ম মানুষকে বোঝার আবেদন করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

ভেঙ্কাইয়া নাইডু
ভেঙ্কাইয়া নাইডু

By

Published : Aug 2, 2020, 9:36 PM IST

দিল্লি, 2 অগাস্ট : রামায়ণে দেখানো ধর্ম বা ন্যায়পরায়ণতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হোক ৷ রামায়ণে দেখানো ধর্ম মানুষের বোঝা উচিত ৷ আজ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু মানুষের কাছে এমনই আবেদন করলেন ৷

"রিবিল্ডিং দা শ্রিন, এনশ্রিনিং দা ভ্যালুজ়" টাইটেলের একটি পোস্ট সোশাল মিডিয়ায় 17টি ভাষায় শেয়ার করেন তিনি ৷ তাতে 5 অগাস্ট থেকে রামমন্দিরের পুনর্নিমাণের বিষয়ে আনন্দ প্রকাশ করেন ৷

উপরাষ্ট্রপতির দপ্তরের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, "এটিকে উদযাপনের একটি মুহূর্ত বলা হোক ৷ উপরাষ্ট্রপতি বলেছেন যে যদি আমরা রামায়ণের সারমর্ম বুঝতে পারি এবং সঠিক পরিপ্রেক্ষিতে বুঝতে পারি তাহলে এই মুহূর্ত একটি সামাজিক আধ্যাত্মিক পুনর্জাগরণের দিকে এগিয়ে নিয়ে যাবে ৷ তিনি এটিকে একটি গল্প হিসেবে বর্ণনা দিয়েছেন যা ধর্মের বা ন্যায়পরায়ণ ব্যবহারের ভারতীয় সংস্করণকে তুলে ধরে ৷"

নাইডুর বক্তব্যকে তুলে ধরে এই বিবৃতিতে বলা হয়, "ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ভগবান রামের জীবনের উদাহরণ দৃষ্টান্তমূলক । রামায়ণ আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক ৷"

উপরাষ্ট্রপতি রাম-রাজ্যকে সহানুভূতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সুশাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত জনকেন্দ্রিক গণতান্ত্রিক শাসনের "আদর্শ" হিসাবে বর্ণনা করেছেন । বিবৃতিতে বলা হয়েছে, "উপরাষ্ট্রপতি বলেন যে, ভারতীয় গ্রন্থে বর্ণিত রামের ধারণাগুলি মূলত ধর্মনিরপেক্ষ এবং মানুষের জীবন ও চিন্তার উপর তাদের প্রভাব কমপক্ষে আড়াই সহস্রাব্দ ধরে গভীরতর হয়েছে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details