মুম্বই, 23 নভেম্বর : মুহূর্তে বদলে যাওয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেন বলে দিল অনেক কিছু ৷ সুপ্রিয়া সুলে লিখলেন, 'ভেঙে গেল দল এবং পরিবার' ৷
নাটকীয় ভাবে আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিস ৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ আর এখানেই শুরু হয় নতুন জল্পনা-বিতর্কের ৷ এক দিন আগে পর্যন্ত যে অজিত পাওয়ার ছিলেন কংগ্রেস-শিবসেনা-NCP-র বৈঠকের অন্যতম চালিকা শক্তি, তিনিই বিরোধী পক্ষের সঙ্গে হাত মেলালেন ৷ অজিতের সিদ্ধান্তের ফলে স্বাভাবিক ভাবেই NCP প্রধান শরদ পাওয়ারের দিকে বিশ্বাসঘাতকতার আঙুল তুলতে শুরু করেছিল কংগ্রেস ৷ বিষয়টির মধ্যে অনুঘটক হিসেবে কাজ করেছিল শরদ পাওয়ারের অতীত কর্মকাণ্ড ৷ আগেও একাধিক বার কথা দিয়ে শেষ মুহূর্তে সরে এসেছিলেন তিনি ৷ স্বাভাবিক ভাবেই এ ক্ষেত্রেও সেই ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল ৷ কিন্তু, ঠিক তখনই টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করেন শরদ পাওয়ার ৷ জানিয়ে দেন, গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোর বিষয়টি সম্পূর্ণভাবে অজিতের ব্যক্তিগত ৷ দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ দলের কয়েকজন বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি করেন শরদ পাওয়ার ৷
কয়েক মুহূর্ত পরেই বড় ছোবলটা আসে শরদ পাওয়ারে মেয়ে সুপ্রিয়া সুলের মোবাইল থেকে ৷ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখেন, ভেঙে গেল পরিবার, দল ৷ বাবা-মেয়ের পর পর এমন বার্তা ছড়িয়ে পড়তেই স্পষ্ট হতে শুরু করে NCP-র অন্দরের ছবিটা ৷