পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি, আক্রান্ত স্পাইসজেট পাইলট - স্পাইসজেটের পাইলটের গাড়িতে ডাকাতি , ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়

দুষ্কৃতীদের হামলায় ভেঙে গিয়েছে পাইলটের গাড়ি । রক্তমাখা সিটের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

SpiceJet Pilot Robbed At Gunpoint, Left Bleeding Near IIT Delhi
স্পাইসজেটের পাইলটের গাড়িতে ডাকাতি , ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়

By

Published : Jun 4, 2020, 7:01 AM IST

Updated : Jun 4, 2020, 7:13 AM IST

দিল্লি, 4 জুন : রাতের অন্ধকারে বন্দুক ঠেকিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি ৷ তারপর ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রেখে পালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি IIT - র কাছের একটি ফ্লাইওভার ব্রিজে ৷ আক্রান্ত ওই ব্যক্তি স্পাইস জেট সংস্থার পাইলট ৷ দুষ্কৃতীদের হামলায় ভেঙে যাওয়া গাড়ি ও রক্তমাখা সিটের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ওই পাইলটের নাম যুবরাজ তিওয়াটিয়া ৷ তিনি একজন ফ্লাইট ক্যাপ্টেন ৷ তিনি দিল্লির ফরিদাবাদ থেকে সংস্থার গাড়িতে করে রাত 1 টা নাগাদ বিমানবন্দর যাচ্ছিলেন ৷ সেই সময় হঠাৎ ওই ফ্লাইওভারে 10 জন দুষ্কৃতী তাঁর গাড়িতে চড়াও হয় ৷ তারা 5 টি মোটর বাইকে করে আসে ৷ দিল্লির ওই এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে ৷

ঘটনায় দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তির মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করা হয় ৷ তারপর তাঁর সঙ্গে থাকা 34 হাজার টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা ৷ এরপর পালাবার আগে তাঁকে ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে ফেলেই পালায় সে ৷ এরপর ওই পাইলট পুলিশে ফোন করে খবর দেয় ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ৷

পুলিশ সূত্রে খবর, একই দিনে ওই দুষ্কৃতীরা দক্ষিণ দিল্লির রাস্তায় অন্য গাড়িতেও চড়াও হয় ৷ দক্ষিণ পশ্চিম দিল্লি পুলিশের উচ্চ আধিকারিক দেবেন্দ্র আর্য এবিষয়ে কোনওরকম মন্তব্য করেননি ৷ দিল্লি পুলিশের মুখপাত্র M S রণধাওয়া জানান, পুলিশ এখনও পর্যন্ত একটিই অভিযোগ পেয়েছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে ৷

Last Updated : Jun 4, 2020, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details