পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অটল টানেল

নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টানেলটি পুরোটাই সিল করে দেওয়া হয়েছে । রবিবার বিকেলে মানালিতে প্রায় দু ডজন স্পেশাল প্রটেকশন গ্রুপ পৌঁছায় । এছাড়াও 29 সেপ্টেম্বর আরও কিছু SPG টিম সেখানে পৌঁছাবে বলে জানা গিয়েছে ।

Atal tunnel
Atal tunnel

By

Published : Sep 28, 2020, 11:00 PM IST

মানালি, 28 সেপ্টেম্বর : কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অটল টানেল । আগামী 3 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টানেলের উদ্বোধন করবেন । তার, আগে রাজ্য সরকারের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টানেলটি পুরোটাই সিল করে দেওয়া হয়েছে । রবিবার বিকেলে মানালিতে প্রায় দু ডজন স্পেশাল প্রটেকশন গ্রুপ পৌঁছায় । এছাড়াও 29 সেপ্টেম্বর আরও কিছু SPG টিম সেখানে পৌঁছাবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, মোদির উদ্বোধনের সময় প্রায় 100জন SPG আফিসার ও কমান্ডো উপস্থিত থাকবেন ।

অপরদিকে, উদ্বোধন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে টানেলটি । কোনও রকম যান চলাচল করতে পারবে না টানেলের মধ্যে দিয়ে । এমনকী পর্যটকদের জন্যও বন্ধ করে দেওয়া হয়েছে । রবিবার বেশ কিছু পর্যটকদের ফিরিয়েও দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, প্রায় 10 বছর সময় লেগেছে অটল টানেলের কাজ সম্পূর্ণ করতে । প্রায় 10 হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেল । এই টানেল মানালি থেকে লেহ এর মধ্যে 46 কিলোমিটার দূরত্ব কম করে দেবে । যার ফলে মানালি থেকে লেহ সফরের সময় 4 ঘণ্টা কমে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details