পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফুটপাথে ঘুমন্ত 7 জনকে পিষে দিল বাস - Uttarpradesh road accident

গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে রাতে ফুটপাথে ঘুমিয়েছিলেন 7 জন ৷ দ্রুতগতিতে আসা একটি বাস তাঁদের পিষে দেয় ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গঙ্গাঘাট এলাকার ৷

ছবি

By

Published : Oct 11, 2019, 8:30 AM IST

Updated : Oct 11, 2019, 12:18 PM IST

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 11 অক্টোবর : ফুটপাথে ঘুমন্ত একই পরিবারের 7 জনকে পিষে দিল বাস ৷ মৃতদের মধ্যে 4 জন মহিলা এবং তিন শিশু ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গঙ্গাঘাট এলাকার ৷

জানা গেছে, গঙ্গায় স্নানের জন্য তিন শিশুসহ ওই সাতজন হাথরস থেকে নরৌরা ঘাট এসেছিলেন ৷ রাতে গঙ্গাঘাট এলাকায় তাঁরা ফুটপাথে ঘুমিয়েছিলেন ৷ আজ ভোরে দ্রুতগতিতে এসে বাসটি ফুটপাথে উঠে সবাইকে পিষে দেয় ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যান ৷

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃতদের নাম- ফুলবতী সিং (65), মালা দেবী (32), শীলা দেবী (35), রেনু (22), সঞ্জনা (4), কল্পনা (3), যোগিতা (5) ৷

Last Updated : Oct 11, 2019, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details