পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসে SIT, গ্রামে অভিযুক্তদের পক্ষে সভা

হাথরসের নির্যাতিতার বাড়িতে পৌঁছাল বিশেষ তদন্তকারী দল । পাশাপাশি নির্যাতিতার বাড়ির সামনেই অভিযুক্তদের পক্ষে সভা ।

hathras
hathras

By

Published : Oct 4, 2020, 12:32 PM IST

Updated : Oct 4, 2020, 7:11 PM IST

লখনউ, 4 অক্টোবর : হাথরসের নির্যাতিতার বাড়ি গেলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা । বাড়ির সদস্যদের বয়ান রেকর্ড করার জন্য আজ সেখানে যান তাঁরা । যদিও বিশেষ তদন্তকারী দলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল নির্যাতিতার পরিবার । বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিল তারা। আজই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন ভীম সেনা ও সমাজবাদী পার্টির সদস্যরা ।

এদিকে অভিযুক্তদের পক্ষে আজ নির্যাতিতার বাড়ির কাছেই সভার আয়োজন করা হয় । অভিযুক্তদের ফাঁসানো হচ্ছে বলে তাদের দাবি । BJP নেতা রাজবীর সিং পেহলওয়ানের বাড়িতেই এই সভা হয় ।

পুলিশ সুপারিডেনটেন্ট বিনীত জয়েসওয়াল ঘটনাস্থান পরিদর্শন করেন । বিশেষ তদন্তকারী দলের অনুরোধে একটি মেডিকেল টিম নির্যাতিতার বাড়ি পৌঁছায় । নির্যাতিতার বাবার স্বাস্থ্য পরীক্ষা করে তারা ।

গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি । নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি পায় সংবাদমাধ্যমও । সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা । মেয়ের প্রতি অন্যায়ের বিচারের দাবি জানান । তাঁদের টাকা নিয়ে আপসের প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ।

ঘটনার তদন্তে আগেই SIT গঠন করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন । সাতদিনের মাথায় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয় । গতকাল CBI-কে এই ঘটনার তদন্তভার তুলে দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

এদিকে ঘটনার পরই হাথরসে জারি করা হয়144 ধারা । ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল গ্রামের প্রবেশপথ। কারণ হিসেবে উত্তরপ্রদেশ সরকার জানায়, বিশেষ তদন্তকারী দল বা SIT তদন্ত করছে । তাই নির্যাতিতার গ্রামে কাউকে ঢুকতে দেওয়া যাবে না । সেখানে যেতে গেলে বাধা দেওয়া হয় রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেস নেতাদের । গতকাল সেখানে প্রবেশের অনুমতি পায় সংবাদমাধ্যম । সন্ধ্যায় গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল ও প্রিয়াঙ্কা ।

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ভীম সেনার চন্দ্রশেখর আজ়াদ । প্রথম থেকেই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি । নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে সমাজবাদী পার্টির 11 জনের এক প্রতিনিধিদল ।

Last Updated : Oct 4, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details