পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

20 লাখ কোটির বিশেষ আর্থিক প্যাকেজ বড় পদক্ষেপ : প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রীর চিঠি

কোরোনা ভাইরাসের জেরে ভারতের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে ৷ তাকে চাঙ্গা করতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷

prime minister narendra modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : May 30, 2020, 3:20 PM IST

দিল্লি, 30 মে : ‘আত্মনির্ভর ভারত’ গড়তে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা বড় পদক্ষেপ ৷ মোদি সরকারের দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তিতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ দেশবাসীর উদ্দেশে তিনি একটি চিঠি লেখেন ৷ সেখানে তিনি জানান, ‘‘এটা অর্থনীতিকে উজ্জীবিত করার উদাহরণ তৈরি করেছে ৷’’

মোদি সরকারের দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি আজ ৷ যদিও কোনও জাঁকজমকের আয়োজন নেই ৷ তবে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী ৷ যে চিঠিতে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ ও কোরোনা ভাইরাসের পরিস্থিতির উল্লেখ করেছেন ৷ 12 মে দেশবাসীর উদ্দেশে ভাষণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের ঘোষণা করে মোদি সরকার ৷ যার জেরে দেশের অর্থনীতি থমকে দাঁড়ায় ৷ অর্থনীতিকে উজ্জীবিত করতে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ বিভিন্ন ক্ষেত্রে GDP-র 10 শতাংশ অর্থাৎ 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষিত হয় ৷ ‘‘আত্মনির্ভর ভারত’’ গড়ার লক্ষ্যে এই বিশেষ আর্থিক প্যাকেজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ দেশবাসীর উদ্দেশে লেখা চিঠিতে বিশেষ আর্থিক প্যাকেজকে ‘বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন তিনি ৷

বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষিত হওয়ায় দেশবাসীর সামনে নতুন অধ্যায় খুলে যাবে বলে জানান প্রধানমন্ত্রী ৷ কৃষক থেকে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা শুরু করতে চান এমন যুবক-যুবতীদের কাছে এটা বড় সুযোগ ৷ তিনি লেখেন, ‘‘কোরোনার জেরে ক্ষতিগ্রস্ত ভারত তথা বিশ্বের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ আমার বিশ্বাস, ভারত যেভাবে একযোগে কোরোনার মোকাবিলা করেছে, সেভাবে অর্থনীতির ক্ষেত্রেও উঠে দাঁড়াবে ৷ অর্থনীতির ক্ষেত্রে 130 কোটি ভারতবাসী বিশ্বকে শুধু অবাক করবে তাই নয়, অনুপ্রাণিত করবে ৷’’

‘আত্মনির্ভর ভারত’ গড়া প্রসঙ্গে তিনি লেখেন, ‘‘আমাদের নিজেদের দক্ষতায় এগিয়ে যেতে হবে ৷ দেশের মাটিতে আমাদের শ্রমিকদের ঘাম, পরিশ্রম ও প্রতিভা মিশে আছে ৷ এই মাটিতেই তৈরি হবে যাবতীয় পণ্য ৷ এর ফলে বিদেশি জিনিসের আমদানির উপর নির্ভর করতে হবে না দেশকে ৷ আত্মনির্ভর হবে ভারত ৷’’

কৃষক, মহিলা, যুব সম্প্রদায়, দরিদ্রদের অধিকার রক্ষা সরকারের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কৃষক, কৃষিকাজে যুক্ত অন্য শ্রমিক, ছোটো দোকানদার এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়েছে ৷ যা দেশের ইতিহাসে প্রথম ৷’’ জাতীয় স্বার্থে কেন্দ্রের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে খোলা চিঠিতে আলোচনা করেন প্রধানমন্ত্রী ৷ আগামী বছরেও এইসব সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় সরকার সর্বশক্তি দিয়ে সারাক্ষণ কাজ করবে বলে প্রধানমন্ত্রী জানান ৷

ABOUT THE AUTHOR

...view details