পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের 4 দিনের CBI হেপাজতে চিদম্বরম - inx media

অর্থমন্ত্রী পি চিদম্বরমের CBI হেপাজতের মেয়াদ চারদিন বাড়াল দিল্লির CBI আদালত ৷ 30 অগাস্ট তাঁকে ফের আদালতে তোলা হবে ।

ফের 4 দিনের CBI হেপাজতে চিদম্বরম

By

Published : Aug 26, 2019, 5:25 PM IST

Updated : Aug 26, 2019, 6:29 PM IST

দিল্লি, 26 অগাস্ট : ফের CBI হেপাজতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । তাঁর CBI হেপাজতের মেয়াদ চারদিন বাড়াল দিল্লির CBI আদালত ৷ 30 অগাস্ট তাঁকে ফের আদালতে তোলা হবে । এর আগে আজ চিদম্বরমের পেশ করা আগাম জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের সেই নির্দেশের পর চিদম্বরমের হেপাজত সংক্রান্ত সিদ্ধান্ত পুরোপুরি বর্তায় CBI আদালতের উপর ।

আজ সকালে সুপ্রিম কোর্টে চিদম্বরমের আগাম জামিন সংক্রান্ত আবেদন পেশ করেন আইনজীবী কপিল সিব্বল । সেই সময় কপিল সওয়াল করেন, "দিল্লি হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজের পর শীর্ষে আদালতে যান চিদম্বরম । আগাম জামিন নিয়ে আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয় মঙ্গলবার ও বুধবার ৷ আবেদনের শুনানি শুক্রবার হবে বলে শীর্ষ আদালত জানায় ৷ তারপরও অপেক্ষা না করে বুধবারই চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । এতে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চিদম্বরমের ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হয়েছে ।"

তবে এই যুক্তির পরও প্রাক্তন অর্থমন্ত্রীর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট । চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি । কারণ INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে 21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । পাশাপশি চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলে শীর্ষ আদালত ।

এরপর CBI আদালতে শুরু হয় মামলার শুনানি । সেখানে CBI-এর আইনজীবী তুষার মেহতা তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন চিদম্বরমের বিরুদ্ধে । এরপর চিদম্বরমের CBI হেপাজতের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াতে অনুরোধ করেন আদালতকে । এই আবেদনের ভিত্তিতেই চিদম্বরমকে 30 অগাস্ট পর্যন্ত ফের CBI হেপাজতে পাঠানোর নির্দেশ দেয় CBI-র বিশেষ আদালত ।

অবশ্য এর আগে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল অভিযোগ তোলেন যে INX মিডিয়া মামলার গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছে ED । তবে তা চিদম্বরমকে দেখানো হয়নি । ED-র তরফে সেই অভিযোগ খারিজ করা হয় । নথি ফাঁস হওয়ার ক্ষেত্রে ED পালটা অভিযোগ আনে চিদম্বরমের বিরুদ্ধেই । এরপর কপিল সিব্বল প্রশ্ন তোলেন, "ED-র হলফনামায় বলা হয়েছে, এখনও দুর্নীতি তদন্ত সমাধান হয়নি । সমানাধ না হয়ে থাকলে কীসের ভিত্তিতে গ্রেপ্তারি?" এরপর ED মামলায় আগামীকাল পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয় চিদম্বরমকে ।

Last Updated : Aug 26, 2019, 6:29 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details