পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশ্নোত্তর পর্ব স্থগিত, সরব বিরোধীরা

ভারত-চিন ইশু নিয়ে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি প্রশ্ন তুলতেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা । প্রশ্নোত্তর পর্ব নিয়ে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ।

monsoon session
monsoon session

By

Published : Sep 14, 2020, 1:00 PM IST

Updated : Sep 14, 2020, 3:14 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন ইশু নিয়ে আজ লোকসভার অধিবেশনে প্রশ্ন তোলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি । তবে, বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ।

এরপরেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরি । স্পিকারকে উদ্দেশ করে কংগ্রেস সাংসদ বলেন, "অধিবেশনের প্রশ্নোত্তর পর্বটিই আসল । কিন্তু, আপনি বলেছেন যে পরিস্থিতির কারণে এটি অনুষ্ঠিত হবে না । অন্য সকল কার্যকলাপ পরিচালনা করা সম্ভব, শুধু প্রশ্নোত্তর পর্বই বাদ দেওয়া হয়েছে । গণতন্ত্রকে শ্বাসরোধ করার চেষ্টা চলছে ।"

অধীরকে বাধা দিলেন স্পিকার

প্রশ্নোত্তর পর্ব স্থগিত হয়ে যাওয়ায় সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও । তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব না থাকলে পার্লামেন্টের আকর্ষণই কমে যাবে । এটাই একমাত্র সময় যখন আমরা মন্ত্রীদের প্রশ্ন করতে পারি ।

প্রশ্নোত্তর পর্ব নিয়ে সরব বিরোধীরা

আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন । চলবে 1 অক্টোবর পর্যন্ত । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সংসদের অধিবেশন থেকে বাদ রাখা হয়েছে কোয়েশ্চেন আওয়ার ও প্রাইভেট মেম্বারস বিজ়নেস ।

Last Updated : Sep 14, 2020, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details