পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেসরকারি সংস্থাগুলির জন্য দ্বার খুলল মহাকাশ গবেষণার, মিলবে ISRO-র সাহায্য় - ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজ়েশন

মহাকাশ গবেষণা ও অভিযান ক্ষেত্রে এবার বেসরকারি সংস্থাগুলিও অংশগ্রহণ করতে পারবে। আজ একথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

ছবি
ছবি

By

Published : May 16, 2020, 8:30 PM IST

দিল্লি, 16 মে : বেসরকারি সংস্থাগুলির জন্য দেশের মহাকাশ গবেষণার দ্বার খুলছে । এক্ষেত্রে সংস্থাগুলি নিজেদের মান উন্নয়ন ও নানা গবেষণায় অংশ নিতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজ়েশন (ISRO)-র সাহায্য নিতে পারবে । 20 লাখ কোটির আর্থিক প্যাকেজ বিশ্লেষণের চতুর্থ দিনে আজ একথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

অর্থমন্ত্রী বলেন, " বহু বেসরকারি সংস্থা নিত্যনতুন অভিনব প্রযুক্তি নিয়ে আসছে । যা মহাকাশ গবেষণায় এক নতুন দিশা দিতে পারে । এর জেরে গবেষণা ও মহাকাশ অভিযানে নতুন নতুন দিকও খুলবে । এই ক্ষেত্রে দেশ যাতে আরও এগিয়ে যেতে পারে, তাই এবার ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে সুযোগ দেওয়া হবে । আগামী দিনে মহাকাশ গবেষণা এবং অভিযানে বেসরকারি সংস্থাগুলিও অংশগ্রহণ করতে পারবে। আমাদের দেশে ISRO-র মতো একটি প্রতিষ্ঠান রয়েছে । এই বেসরকারি সংস্থাগুলির মান উন্নয়ন ও পরিকাঠামোগত উন্নতিতে ISRO থেকে সাহায্য নেওয়ার সুযোগ দেওয়া হবে ।"

নির্মলা সীতারমন আরও বলেন, "সম্প্রতি বহু নতুন উদ্যোগপতি ও বেসরকারি সংস্থা বিদেশের দ্বারস্থ হচ্ছে । বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে গবেষণা চালাচ্ছে । এই পদক্ষপের মাধ্যমে এবার এই ধারার পরিবর্তন হবে।"

মহাকাশ অভিযানে এবার বেসরকারি সংস্থাগুলি সহযাত্রী হয়ে উঠবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী । তবে তাঁর স্পষ্ট বার্তা, "মহাকাশ গবেষণা একটি সংবেদনশীল ক্ষেত্র। তাই সমস্ত নিয়ম মেনেই এই বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তথ্য আদান-প্রদান করা হবে । এই সম্পূর্ণ পদক্ষেপের যথাযথ বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলির জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশকা জারি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details