দিল্লি, 14 অগাস্ট : BJP-তে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করেন শোভন ৷
BJP-তে যোগ দিলেন শোভন - sovon and baishakhi join BJP
আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় ৷
![BJP-তে যোগ দিলেন শোভন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4133746-thumbnail-3x2-sovan.jpg)
দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়
জল্পনা চলছিলই ৷ সেই জল্পনা আরও তীব্র করেই গতকাল সন্ধ্যায় দিল্লি যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায় । তবে তার আগে বিধানসভার মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ।
Last Updated : Aug 14, 2019, 5:21 PM IST