পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BCCI-র হৃতগৌরব ফেরাবেন সৌরভ

দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ অলঙ্করণের সুযোগ পাওয়াকে সৌরভ বলছেন, "দারুণ অনুভূতি" ৷ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর সামনে এখন অনেক কাজ রয়েছে ৷ বিশেষ করে যখন বোর্ডের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ৷

সৌরভ

By

Published : Oct 14, 2019, 1:34 PM IST


মুম্বই, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে উঠে এসেছে সৌরভ গাঙ্গুলির নাম ৷ দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ অলঙ্করণের সুযোগ পাওয়াকে মহারাজ বলছেন, "দারুণ অনুভূতি" ৷ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর সামনে এখন অনেক কাজ রয়েছে ৷ বিশেষ করে যখন বোর্ডের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ৷

2000 সালে এক অন্ধকার সময়ে তাঁর হাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিল BCCI ৷ তার পরের ইতিহাস সকলেরই জানা ৷ ফিনিক্সের মতো 2003 সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছানই হোক কিংবা 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের বারান্দায় মহারাজের জার্সি ঘোরানো ৷ ক্রিকেট বিশ্ব তখন বুঁদ "দাদাগিরি"-তে ৷

এখানেই শেষ নয় ৷ এর আগে 2001 সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ ওয়ার নেতৃত্বে তখন অজিরা বিশ্বসেরা ৷ স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া আটকায় কার সাধ্যি ৷ সেই ঘোড়া শুধু আটকানোই নয়, ভেঙে দিয়েছিলেন স্টিভ ওয়ার দর্প ৷ স্টিভ ওয়াকে টসের আগে দাঁড় করিয়ে রেখেছিলেন ৷ বুঝিয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক এখন মহারাজ ৷ সেই সিরিজ় জায়গা করে নিয়ে ক্রিকেটের ক্লাসিক তালিকায় ৷

সেই মহারাজ এখন ক্রিকেট প্রশাসক ৷ বঙ্গ ক্রিকেটের রাশ ধরেন কিংবদন্তি প্রশাসক জগমোহন জালমিয়ার প্রয়াণের সঙ্গে সঙ্গেই ৷ তখন থেকেই ভারতীয় বোর্ডে মহারাজের অভিষেকের দিন গুনছিলেন অনুরাগীরা ৷ সেই দিন গোনা শেষ হতেই মহারাজ জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্যর কথা৷ তিনি বলেন " আমি দেশের হয়ে খেলেছি ৷ দেশের অধিনায়কত্বও করেছি ৷ আর এমন সময় দেশের ক্রিকেটের প্রশাসন সামলাবার দায়িত্ব পেলাম যখন BCCI গত তিন বছর ধরে তার সেরা অবস্থানে নেই ৷ আমার সামনে সেরা সুয়োগ ভালো কিছু করার ৷ "

সদ্যই বিনা প্রতিদ্বন্দ্বীতায় CAB সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি ৷ লোধা কমিশনের সুপারিশ মতো 2020 সালের সেপ্টেম্বরে সেই দায়িত্ব ছেড়ে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে মহারাজকে ৷ মহারাজ বলেছেন, "আমার প্রথম কাজ প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালি করা ৷ গত তিন বছর ধরে COA-র কাছে বার বার দরবার করলেও তারা কোনও কথা শোনেনি ৷ "

COA বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা করতেই ভোটের দামামা বেজে গেছিল ৷ ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের বিভিন্ন গোষ্ঠী ৷ আপাতত সেই "যুদ্ধং দেহী" মেজাজ উধাও ৷ বোর্ড সভাপতি হিসেবে সর্বসম্মত ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঠিক হওয়ায় থেমে গেছে যুদ্ধের দামামা ৷ আজ (14 অক্টোবর) নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ সূত্রের খবর এবার আর নির্বাচন হচ্ছে না ৷ মহারাজের ক্যারিশমায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বাকিরাও ৷

ABOUT THE AUTHOR

...view details