মুম্বই , 13 অক্টোবর : আগামী 23 অক্টোবর BCCI-এর বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা ৷ নতুন কার্যকর্তারা দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেটের ৷ লোধা কমিশনের সুপারিশ মতো ভারতীয় ক্রিকেট বোর্ডে কমিটি ভেঙে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেই জমানার ইতি পড়তে চলেছে 23 অক্টোবর ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী শীর্ষকর্তাদের নাম ঠিক করতে রবিবার রাতে মুম্বইতে রুদ্ধদ্বার বৈঠক বসতে চলেছে ৷ এদিকে দিল্লিতে শনিবার বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের বেশ কিছু নাম ৷ ছিলেন সৌরভ গাঙ্গুলি, অনুরাগ ঠাকুর, নিরঞ্জন শাহ , রাজীব শুক্লা ৷ সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েছিলেন এন শ্রীনিবাসন ৷ সেই বৈঠকে বোর্ডের সভাপতি ও সচিব পদের জন্য তিনজনের নাম উঠে এসেছে ৷ দৌড়ে রয়েছেন CAB সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব ব্রিজেশ প্যাটেল ৷