পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BCCI প্রেসিডেন্টের দৌড়ে সৌরভও - BCCI AGM

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরছে ৷ তবে গতকালের বৈঠকের পর সভাপতির দৌড়ে হঠাৎ উঠে এসেছেন ব্রিজেশ প্যাটেল ৷ এদিকে সচিব পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন অমিত শাহ তনয় জয় শাহ ৷

সৌরভ

By

Published : Oct 13, 2019, 2:20 PM IST

মুম্বই , 13 অক্টোবর : আগামী 23 অক্টোবর BCCI-এর বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা ৷ নতুন কার্যকর্তারা দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেটের ৷ লোধা কমিশনের সুপারিশ মতো ভারতীয় ক্রিকেট বোর্ডে কমিটি ভেঙে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেই জমানার ইতি পড়তে চলেছে 23 অক্টোবর ৷


ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী শীর্ষকর্তাদের নাম ঠিক করতে রবিবার রাতে মুম্বইতে রুদ্ধদ্বার বৈঠক বসতে চলেছে ৷ এদিকে দিল্লিতে শনিবার বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের বেশ কিছু নাম ৷ ছিলেন সৌরভ গাঙ্গুলি, অনুরাগ ঠাকুর, নিরঞ্জন শাহ , রাজীব শুক্লা ৷ সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েছিলেন এন শ্রীনিবাসন ৷ সেই বৈঠকে বোর্ডের সভাপতি ও সচিব পদের জন্য তিনজনের নাম উঠে এসেছে ৷ দৌড়ে রয়েছেন CAB সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব ব্রিজেশ প্যাটেল ৷

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরছে ৷ তবে গতকালের বৈঠকের পর সভাপতির দৌড়ে হঠাৎ উঠে এসেছেন ব্রিজেশ প্যাটেল ৷ এদিকে সচিব পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন অমিত শাহ তনয় জয় শাহ ৷

সোমবার (14 অক্টোবর) BCCI নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ তাই রবিবারের বৈঠকে অফিস বেয়ারার পদের তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ আজকের বৈঠকেই চূড়ান্ত হবে তালিকা ৷ শোনা যাচ্ছে, নির্বাচনে না অংশগ্রহণ করেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসন ৷

ABOUT THE AUTHOR

...view details