শ্রীনগর, 10 সেপ্টেম্বর : নাশকতার ছক কষছিল ৷ পোস্টার ছড়িয়ে দিচ্ছিল আশপাশে ৷ স্থানীয়দের হুমকিও দিচ্ছিল নিয়মিত৷ এই অভিযোগে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল আট জঙ্গিকে ৷ ধৃতরা লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে মনে করছে পুলিশ ৷
সোপোর পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আইজাজ় মির, ওমর মির, তৌসিফ নজ়র, ইমতিয়াজ় নজর, ওমর আকবর, ফইজ়ান লতিফ, দানিশ হাবিব, সওকত আহমেদ মির ৷ দক্ষিণ কাশ্মীরের সোপোর এলাকা থেকে সোমবার তাদের পাকড়াও করে পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের মনে ত্রাস ছড়িয়ে উপত্যকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছিল এই সন্ত্রাসবাদীরা ৷