পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা, কেনা হচ্ছে 200 যুদ্ধবিমান - ADA

চলছে নয়া রণতরী কেনার প্রস্তুতি ৷

the Secretary of Defense
ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার

By

Published : Jan 12, 2020, 10:58 PM IST

Updated : Jan 13, 2020, 11:40 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : 83টি যুদ্ধবিমান কেনার জন্য খুব শীঘ্রই চুক্তি সই হবে । বাকি 110টি যুদ্ধবিমান কেনার জন্য প্রক্রিয়া চলছে । যত দ্রুত সম্ভব, তত দ্রুত এটা করা হবে । রবিবার খিদিরপুর ডকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার ।

উপকূলবর্তী অঞ্চলে নজরদারি যাতে দ্রুত চালানো যায়, তার জন্য 5টি ফার্স্ট প্যাট্রোল ভেসেল নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল । এই পরিকল্পনার অঙ্গ হিসাবে ICGS "অ্যানি বেসান্ত" এবং ICGS "অমৃত কাউর" যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ভেসেলের আনুষ্ঠানিক সূচনা হল রবিবার খিদিরপুর ডকে । প্রতিরক্ষা সচিব ডক্টর অজয় কুমার এই দুটি জাহাজের আনুষ্ঠানিক সূচনা করেন । এই দুটি জাহাজের একটির নাম দেওয়া হয়েছে ICGS "অ্যানি বেসান্ত", এবং অন্যটির নাম দেওয়া হয়েছে ICGS "অমৃত কাউর"।

83টি লাইট কম্ব‍্যাট এয়ারক্রাফটের জন্য খুব শিগগির চুক্তি সই হবে, জানালেন প্রতিরক্ষা সচিব

ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান নেভির জন্য হালকা যুদ্ধবিমানের ডিজ়াইন করেছে অ্যারোনটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। এই যুদ্ধবিমান অর্থাৎ, লাইট কম্ব‍্যাট এয়ারক্রাফট (LCA) অফিশিয়ালি তেজাস (Tejas) নামে পরিচিত । 2020-তে 183টি LCA কেনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার খিদিরপুর ডকে ডিফেন্স সেক্রেটারি ডক্টর অজয় কুমার বলেন, "83টি LCA-র জন্য খুব শীঘ্রই চুক্তি সই হবে । অবশ্যই এই বছরে হবে । বাকি 110টির জন্য প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব, তত দ্রুত এটা আমরা করতে চাইছি।"

দেশের পূর্ব এবং পশ্চিম দিকের উপকূলবর্তী অঞ্চলের সুরক্ষার বিষয়টি নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেছেন প্রতিরক্ষা সচিব । তিনি জানিয়েছেন, বৃহত্তর এই অঞ্চলের সুরক্ষা প্রদানের বিষয়টি গুরুত্বপূর্ণ । এর জন্য যা প্রয়োজন, সেই সব চাহিদা পূরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি ।

Last Updated : Jan 13, 2020, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details