পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোনিয়া গান্ধিই কি দায়িত্বে থাকবেন ? চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিলে - দিল্লি

একদিকে সোনিয়া গান্ধির অসুস্থতা, অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে একটাও ভোট না পাওয়া ৷ এরপর সভাপতির পদে কাকে বসানো হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ সোনিয়া গান্ধিই থাকবেন না নতুন কাউকে এই পদে বসানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিলে নেওয়া হবে ৷

সোনিয়া গান্ধি
সোনিয়া গান্ধি

By

Published : Feb 13, 2020, 11:38 AM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : কংগ্রেসের সভাপতি পদে স্থায়ীভাবে সোনিয়া গান্ধি নিজেই থাকবেন না ফের দায়িত্ব দেওয়া হবে রাহুল গান্ধিকে ? নাকি নতুন কাউকে এই পদের জন্য নিয়ে আসা হবে ? দিল্লি বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি কংগ্রেস ৷ তারপর থেকেই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ তবে, পদে কাকে বসানো হবে তা নিয়ে একটি প্লেনারি সম্মেলনের আয়োজন করেছে দল ৷ এপ্রিলে দ্বিতীয় সপ্তাহে আয়োজিত এই সম্মেলনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

এবার রাহুল গান্ধি কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নেবেন কিনা তা এখনও পরিষ্কার নয় ৷ দিল্লি বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়া, তার আগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়ার অসুস্থতা বারবার এটাই বুঝিয়েছে দলে একজন সক্রিয় সভাপতির প্রয়োজন ৷

টানা তিন দফা দিল্লিতে রাজত্ব করার পরও 2015-তে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস ৷ এবার 2020-তেও একটিও আসন পায়নি দল ৷ শুধু তাই নয়, নূন্যতম সংখ্যক ভোটও পাননি কংগ্রেসের 63 জন প্রার্থী ৷ গত বছর লোকসভা নির্বাচন থেকেই ধ্বংসের পথে এগোতে শুরু করেছে কংগ্রেস ৷ রাহুল গান্ধির পদ থেকে সরে আসা ও নেতৃত্ব পদে গান্ধি পরিবারের সদস্য নন, এমন কাউকে বসানোর আর্জি দলকে আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷

দলের চূড়ান্ত সিদ্ধান্তগ্রহনকারী কার্যকরী কমিটি সোনিয়া গান্ধির উপরই ফের ভরসা করেছি ৷ দলীয় প্রধান হিসেবে রাহুলের দায়িত্ব নেওয়ার পর থেকেই 19 বছর ধরে দলের সভানেত্রী পদে থাকা সোনিয়া গান্ধি মানুষের সঙ্গে নিজের যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, তারপরও দলের অনুরোধে অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদের দায়িত্বে থাকতে রাজি হয়েছিলেন সোনিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details