দিল্লি, 29 মে: বৃহস্পতিবার সন্ধ্যেয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন । অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে । সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি।
মোদির শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া - BJP
নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যেয় রাষ্ট্রপতি ভবনে যাবেন রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি । এমনটাই সূত্রের খবর ।
বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি দুজনেই উপস্থিত থাকবেন । রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যেয় মোদির শপথগ্রহণ উপলক্ষে থাকবেন বিরোধী দলের শীর্ষনেতৃত্ব । লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় ফলাফলের জন্য দলের সভাপতি পদ থেকে রাহুল ইস্তফা দিতে চেয়েছেন । বিষয়টি নিয়ে দলের অন্দরে এখনও টানাপোড়েন অব্যাহত । তারমধ্য়েই মোদির শপথগ্রহণে রাহুল যোগদান করার সিদ্ধান্ত নেন ।
গত শনিবার থেকে দলের শীর্ষ নেতৃত্ব রাহুলকে তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করে চলেছে । আজ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দিক্ষিত রাহুলের বাসভবনে দেখা করে তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানান ।