পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

তাঁর অভিযোগ, কোরোনার সময় অর্থনীতি ভেঙে পড়েছে। আর সেই বিপর্যয়কে কাজে লাগিয়ে মোদি সরকার কোষাগার ভরানোর পরিকল্পনা করছে। বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রীর বক্তব্য, অপরিশোধিত তেলের দাম কম থাকলেও ভারতে পেট্রল ও ডিজিলের দাম কমানো হচ্ছে না।

sonia-gandhi-slams-govt-on-fuel-price-hike-farmers-agitation
পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

By

Published : Jan 7, 2021, 9:40 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : জ্বালানি তেলের উপর শুল্ক বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে তিনি কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেছেন। সোনিয়ার দাবি, গত 44 দিন ধরে কৃষকরা রাস্তায় নেমে তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব ও মধ্যবিত্তদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আর তাই তিনি কেন্দ্রের মোদি সরকারকে অসংবেদনশীল ও নির্মম বলে অভিযোগ করেছেন।

তাঁর অভিযোগ, কোরোনার সময় অর্থনীতি ভেঙে পড়েছে। আর সেই বিপর্যয়কে কাজে লাগিয়ে মোদি সরকার কোষাগার ভরানোর পরিকল্পনা করছে। বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রীর বক্তব্য, অপরিশোধিত তেলের দাম কম থাকলেও ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমানো হচ্ছে না।

বেশ কয়েকদিন এক জায়গায় থেমে থাকার পর বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। দেশজুড়ে পেট্রলের দাম বেড়েছে 21 থেকে 24 পয়সা।

আরও পড়ুন:আপনার মতোই সব মহিলা আর্থিকভাবে সাবলম্বী হোক : শশী থারুর

সোনিয়া গান্ধি জ্বালানি তেলের উপর শুল্ক কমানোর দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। ইউপিএ জমানায় যেমন শুল্ক ছিল, তেমন করার দাবি জানিয়েছেন তিনি। সোনিয়া গান্ধির পাশাপাশি রাহুলও এদিন টুইট করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, জ্বালানি তেলে শুল্ক বৃদ্ধি করে তারা জনগণকে লুট করছে। তিনি পেট্রল ও ডিজেলের দাম জিএসটির অধীনে আনার দাবি জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details