দিল্লি, 7 জানুয়ারি : জ্বালানি তেলের উপর শুল্ক বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে তিনি কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেছেন। সোনিয়ার দাবি, গত 44 দিন ধরে কৃষকরা রাস্তায় নেমে তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব ও মধ্যবিত্তদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আর তাই তিনি কেন্দ্রের মোদি সরকারকে অসংবেদনশীল ও নির্মম বলে অভিযোগ করেছেন।
তাঁর অভিযোগ, কোরোনার সময় অর্থনীতি ভেঙে পড়েছে। আর সেই বিপর্যয়কে কাজে লাগিয়ে মোদি সরকার কোষাগার ভরানোর পরিকল্পনা করছে। বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রীর বক্তব্য, অপরিশোধিত তেলের দাম কম থাকলেও ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমানো হচ্ছে না।