দিল্লি, 17 ডিসেম্বর: ছাত্র বিক্ষোভে সোনিয়া গান্ধির সমর্থন নিয়ে কটাক্ষ করলেন নির্মলা সীতারমন ৷ অর্থমন্ত্রীর দাবি, কুমিরের কান্না কাঁদছেন সোনিয়া এবং তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ৷
সোনিয়া গান্ধির দাবি, নরেন্দ্র মোদি সরকার আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করছে ৷ যুবশক্তির কণ্ঠরোধ করতে চাইছে BJP ৷ তবে, মোদি সরকারের শেষ দেখে ছাড়বে দেশের যুবশক্তিই ৷ সোনিয়া জানিয়েছিলেন, নিজেদের মানুষের সঙ্গেই যুদ্ধ করছে সরকার ৷
পালটা জবাব দেন নির্মলা সীতারমন । তাঁর কথায়, সোনিয়া গান্ধির মন্তব্য, 'দায়িত্বজ্ঞানহীন' ৷ তিনি 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ' করতে চাইছেন ৷ সীতারমন জানান,সোনিয়া এমন অভিযোগ করছেন যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছেন ৷ সরকারই হিংসার মূল কারণ । এটি সম্পূর্ণ ভুল ৷ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কংগ্রেস ও সোনিয়া গান্ধিকে দেশবাসীকে শান্তি রক্ষা করার আহ্বান জানানো উচিত ৷ হিংসায় মদত দেওয়া উচিত না বিরোধী দলের ৷ কিন্তু সোনিয়া তা করছেন না ৷
সোনিয়াকে কটাক্ষ করে শিখ-বিরোধী দাঙ্গার কথাও উল্লেখ করেন নির্মলা ৷ তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তর-পূর্বের অভিজ্ঞ নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন, তা কিন্তু সোনিয়া উল্লেখ করছেন না ৷ ইন্দিরা গান্ধির আমলে দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি তিহার জেলে পাঠানো হয়নি ? একটা গোটা শিক্ষাবর্ষ কি নষ্ট হয়নি? এমন প্রশ্নও তোলেন নির্মলা ৷