পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহারে মনমোহন-সোনিয়া, দিলেন পাশে থাকার বার্তা - Tihar

দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধি ।

মনমোহন-সোনিয়া

By

Published : Sep 23, 2019, 12:20 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধি । INX মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে 5 সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন চিদম্বরম । কংগ্রেসের শীর্ষ নেতাদের এভাবে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । কংগ্রেস প্রথম থেকেই চিদম্বরমের গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে এসেছে । আজ দেখা করার মাধ্যমে কার্যত চিদম্বরমের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী । গত সপ্তাহে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আহমেদ প্যাটেলও তিহারে গিয়ে দেখা করেছিলেন চিদম্বরমের সঙ্গে ।

সোনিয়া ও মনমোহন দেখা করতে যাওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চিদম্বরম । এনিয়ে চিদম্বরমের পরিবারের তরফে তাঁর টুইটার হ্যন্ডেল থেকে টুইট করা হয় । সেই টুইটে লেখা হয়েছে, "আমার পক্ষ থেকে পরিবারকে বলেছি টুইট করতে : সোনিয়া গান্ধি ও মনমোহন সিং আমার সঙ্গে দেখা করতে আসায় আমি সম্মানিত । কংগ্রেস দল যেমন দৃঢ় ও সাহসী, আমিও তেমনই দৃঢ় ও সাহসী থাকব ।" সোনিয়া ও মনমোহনের দেখা করার প্রসঙ্গে চিদম্বরম পুত্র কার্তি বলেন, "সোনিয়া গান্ধি আমায় বলেছেন আমরা একসঙ্গে আছি । বাবাকেও একই বার্তা দিয়েছেন তিনি ।"

19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details