দিল্লি, 24 অগাস্ট : আরও 6 মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী থাকবেন সোনিয়া গান্ধি । সাত ঘণ্টা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর । 6 মাসের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে বলে জানা গেছে । ওই বৈঠকেই দলের নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে ।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য কে এইচ মুনিয়াপ্পা বৈঠক শেষে বলেন, "সোনিয়া গান্ধিই এখন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী থাকবেন । ওয়ার্কিং কমিটির ঐক্যমতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব ভোটাভুটি করা হবে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য ।" তিনি আরও বলেন, আজকের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে । গুলাম নবি আজ়াদ, মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মার মতো নেতারা যাঁরা কি না গান্ধি পরিবারের বাইরে নেতৃত্ব চাইছেন তাঁরাও লিখিতভাবে জানিয়েছেন, নেতৃত্বের কোনও খামতি নেই ।
বৈঠকের পর ওয়ার্কিং কমিটির অন্য এক সদস্য পি এল পুনিয়াও জানিয়েছেন, "সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির উপর সদস্যদের আস্থা আছে । দলের তরফে তাঁর (সোনিয়া গান্ধি) উপরেই ভরসা রাখা হয়েছে এবং অন্তবর্তীকালীন সভানেত্রীর দায়িত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে । তিনি রাজি হয়েছেন ।"
আরও পড়ুন :আজ বৈঠকে CWC, সোনিয়ার পদত্যাগ নিয়ে জল্পনা