পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতালে ভরতি সোনিয়া গান্ধি - সোনিয়া গান্ধি

কয়েকটি রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে ভরতি করা হল সোনিয়া গান্ধিকে । এর আগেও ফেব্রুয়ারিতে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

sonia gandhi
সোনিয়া গান্ধি

By

Published : Jul 30, 2020, 11:32 PM IST

দিল্লি, 30 জুলাই : হাসপাতালে ভরতি করা হল অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে । আজ তাঁকে গঙ্গা রাম হাসপাতালে ভরতি করা হয় ৷ কয়েকটি রুটিন পরীক্ষার জন্য তাঁকে ভরতি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷

আজ সন্ধ্যা 7টার সময় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডি এস রানা ৷ এর আগে ফেব্রুয়ারিতেও তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

আজ দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে অনলাইনের মাধ্যমে বৈঠক করেন সোনিয়া গান্ধি । সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি । এই বৈঠকে মনমোহন সিং-ও উপস্থিত ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details