পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অটোয় যেতে বাধা পুলিশের, বাবাকে কোলে নিয়েই 1 কিমি হাঁটলেন ব্যক্তি

65 বছরের প্রবীণ ভরতি ছিলেন হাসপাতালে । সেখান থেকে ছুটির পর তাঁকে অটোতে নিয়ে বাড়ি ফিরছিলেন স্ত্রী ও ছেলে । কিন্তু, লরডাউন চলায় মাঝে তাঁদের আটকায় পুলিশ । হাসপাতালের কাগজ দেখিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ।

image
অমানবিক পুলিশ

By

Published : Apr 16, 2020, 4:17 PM IST

কোল্লাম (কেরালা), 16 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন । তার মাঝেই 65 বছর বয়সি বাবাকে নিয়ে অটোয় হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি । রাস্তায় অটো থামায় পুলিশ । নামিয়ে দেওয়া হয় তাঁদের । অগত্যা বাবাকে কোলে নিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন ওই ব্যাক্তি । ঘটনাটি কেরালার কোল্লাম জেলার পুনালুর এলাকার । ঘটনায় পুলিশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে রাজ্য মানবধিকার কমিশন ।

65 বছরের ওই প্রবীণ শারীরিক অসুস্থতা নিয়ে ভরতি ছিলেন পানালুর তালুকা হাসপাতালে । বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁকে নিয়ে অটোয় বাড়ি ফিরছিলেন তাঁর স্ত্রী ও ছেলে । কিন্তু মাঝ রাস্তায় গাড়ি থামায় পুলিশ । অভিযোগ, হাসপাতালের কাগজ দেখানো সত্ত্বেও তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় । বাড়ি যাওয়ার বিকল্প কোনও রাস্তা না পেয়ে বাধ্য হয়ে বাবাকে কোলে নিয়ে বাড়ির দিকে হাঁটেতে থাকেন ওই ব্যক্তি ।

ঘটনাটি জানাজানি হতেই অনেকেই পুলিশের সমালোচনায় সরব হন । ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে রাজ্য মানবধিকার কমিশন ।

বুধবার পর্যন্ত কেরালায় 387 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 211 জন ।

ABOUT THE AUTHOR

...view details