হায়দরাবাদ, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা । কিন্তু, তাঁকে বাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে । হায়দরাবাদের ফিল্মনগরের ঘটনা ।
55 বছর বয়সি ওই মহিলার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় । শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে । কিন্তু অভিযোগ তাঁর ছেলে ও বউমা তাঁকে বাড়ি ঢুকতে দেয়নি । শুধু তাই নয়, বাড়িতে তালা মেরে অন্যত্র চলে গেছে তারা ।